সারা বাংলা

নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৪০ আহত হয়েছে। উপজেলার চাতলপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রামে আজ মঙ্গলবার সংঘর্ষ হয়।  আহতদের মধ্যে ১৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরের দিকে পুলিশ জানিয়েছে, এলাকার পরিস্থিতি শান্ত আছে। পরিস্থিতি বিবেচনায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। কাউকে গ্রেপ্তারও করা যায়নি।  বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার ইছাপুর গ্রামের প্রয়াত ইদ্রিস মেম্বারের গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। টাকা দেনাপাওনাকে কেন্দ্র করে সম্প্রতি বিরোধ প্রকট আকার ধারণ করে। বিরোধ মেটাতে গ্রামের মুরুব্বিরা আজ বৈঠকে বসেন। এরই মধ্যে একিন আলীর লোকজনের সঙ্গে আক্কাছ আলীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সংঘর্ষ হয়েছে। এতে আহতদের মধ্যে সাদ্দাম, সোহেল, মঞ্জু মিয়া, শরীফ মিয়া. নুরুল ইসলাম, সাইফুল ইসলাম, এনায়েত মিয়াসহ অন্তত ১৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে এ গোষ্ঠীর দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে বিকেল নাগাদ এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। রাইজিংবিডি/ব্রাহ্মণবাড়িয়া/২১ ফেব্রুয়ারি ২০১৭/সমীর চক্রবর্তী/বকুল