সারা বাংলা

ফরিদপুরে ৬৩ গরুসহ ট্রলার লুট

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের হাজিডাঙ্গী গ্রাম নিকটবর্তী পদ্মা নদীতে গরুবাহী ট্রলারে ডাকাতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতরা ৬৩টি গরুসহ ট্রলার ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতি হওয়া ট্রলারের মাঝি আকবর হোসেন ও রহমান আলী এবং গরু ব্যবসায়ী মো. ওয়াদুদ হোসেন জানান, ফরিদপুরের টেপাখোলা গরুর হাট থেকে ছয়জন বেপারী ৬৩টি গরু ক্রয় করে তা সিএন্ডবি এলাকার ট্রলার ঘাট থেকে একটি বড় ট্রলারে তুলে রাত ১১টার সময় কুমিল্লার উদ্দেশে রওনা হয়। রাত ২টার সময় চরভদ্রাসন উপজেলার হাজিডাঙ্গীর কাছাকছি আসলে বড় দুটি স্পিডবোট নিয়ে ৩০-৪০ জন ডাকাত আগ্নেয়াস্ত্রসহ গরুবাহী ট্রলারে হামলা চালায়। এ সময় তারা গরুবাহী ট্রলারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও চোখ মুখ বেঁধে ফেলে। এরপর তারা পিয়াজখালীর আগে এক চরে র মাঝি ও অন্যদের ফেলে যায়। তারা জানান, ট্রলার, গরু ও নগদ তিন লাখ টাকাসহ প্রায় ৮০-৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ ভক্ত জানান, বিষয়টি অবগত হয়ে ঘটনার সঠিক স্থান নির্ধারণ করার চেষ্টা করছেন। বিষয়টি তদন্তে পুলিশের একটি দল কাজ করছে বলে জানান তিনি। রাইজিংবিডি/ফরিদপুর/২২ ফেব্রুয়ারি ২০১৭/মো. মনিরুল ইসলাম টিটো/বকুল