সারা বাংলা

বাগেরহাটে সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ১ হাজার ২২৫ বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার ভোরে ‘মা ফতেমা’ নামে ওই ট্রলারটি পানগুছি নদীতে  ডুবে যায়। এ সময় ট্রলারের মাঝি শহিদুল ইসলাম শেখ (৪৫) আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম বলেন,  ট্রলারটি  মোংলার সেনাকল্যাণ সংস্থা থেকে ১ হাজার ৩০০ বস্তা সিমেন্ট নিয়ে শরণখোলায় যাচ্ছিল। রাত ১টার দিকে ট্রলারটি মোরেলগঞ্জের পানগুছি নদীতে পৌঁছে। সেখানে মাসুম অ্যান্ড ব্রাদার্সের ৭৫ বস্তা সিমেন্ট আনলোড করে ট্রলার মালিক ও শ্রমিকরা ঘুমিয়ে পড়েন। ভোরে ঘাটে বাঁধা রশি ছিড়ে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান নির্নয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। রাইজিংবিডি/বাগেরহাট/২৪ ফেব্রুয়ারি ২০১৭/আলী আকবর টুটুল/উজ্জল