সারা বাংলা

‘বাসযোগ্য করে রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে নিতে হবে’

কক্সবাজার প্রতিনিধি : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারমান কাজী রিয়াজুল হক বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ঠেঙ্গারচর স্থানান্তরের আগে সেই জায়গাটি বসবাসের উপযোগী করতে হবে। শনিবার দুপুরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মিয়ানমারের এই নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টি করা। রোহিঙ্গারা যাতে স্বদেশে ফিরে যেতে পারে সে রকম পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে। উখিয়া ও বালুখালী ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে তিনি তিন ঘণ্টা  আলাপ করেন এবং নির্যাতনের বর্ণনা শোনেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনডিপি, আইওএম, ইউএনসিআরসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার ঊধ্বর্তন কর্মকর্তারা।

   

রাইজিংবিডি/কক্সবাজার/২৫ ফেব্রুয়ারি ২০১৭/সুজাউদ্দিন রুবেল/উজ্জল