সারা বাংলা

ঝালকাঠিতে ঐতিহ্যবাহী শিব চতুর্দশীর মেলা

ঝালকাঠি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় আন্তর্জাতিক পীঠস্থান খ্যাত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালীয়ার ঐতিহ্যবাহী শিববাড়িতে শিব চতুর্দশী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার ভোররাত থেকে শুরু হওয়া এসব অনুষ্ঠান চলবে রোববার পর্যন্ত। অনুষ্ঠানের মধ্যে রয়েছে পূজা অর্চনা, মানতপূরণ, শিশুদের মস্তকমুণ্ডন, শিবদর্শন, পূণ্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। এ উপলক্ষে তিন দিনব্যাপী গ্রামীণ ঐতিহ্যের মেলা বসেছে। মেলা হরেক রকমের দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। ৩০০ বছরেরও বেশি সময় ধরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আগে মাসব্যাপী মেলা বসত। রাতে ত্রাম্বকেশ্বর ভৈরবের পূজানুষ্ঠানের মধ্যদিয়ে শিব চতুর্দশীর আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে মেলা চলবে আরো একদিন। মেলা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডা. অসীম সাহা বলেন,  শত বছরের ঐতিহ্যবাহী এই মেলায় দেশ বিদেশের হাজার হাজার পূণ্যার্থীর আগমন ঘটে। রাইজিংবিডি/ঝালকাঠি/২৫ ফেব্রুয়ারি ২০১৭/অলোক সাহা/রিশিত