সারা বাংলা

মাগুরায় দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

মাগুরা প্রতিনিধি : জেলার মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালীয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে জাঙ্গালীয়া গ্রামের ওয়াজেদ মিয়া ও রাহেন উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পাচঁটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। গুরুতর আহতদের মধ্যে রাসেল ও কামরুল নামের দুইজনকে মাগুরায় এবং উজির নামের একজনকে ফরিদপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।  আর নাজির (২২), হাসিবুর রহমান (২০), আয়ুব আলী শেখ (৪০), মোশারেফ শেখ (৫৫), সোহাগ (১৭) ও হাসান শেখকে (৩৫) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওয়াজেদ মিয়া ও রাহেন উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।  ঘটনার দিন দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মহম্মদপুর থানার এস.আই নুরুজ্জামান বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রাইজিংবিডি/মাগুরা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন /রুহুল