সারা বাংলা

চুয়াডাঙ্গায় ১৪১ জন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে পুলিশের উদ্যোগের পর জেলার ১৪১ জন মাদক ব্যবসায়ী পরিচয় গোপন রাখা ও পুনর্বাসনের শর্তে আত্মসর্মপণ করেছে। এ নিয়ে তিন দফায় ২২৬ জন মাদক ব্যবসায়ী আত্মসর্মপণ করলো। রোববার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ পার্কে আনুষ্ঠানিকভাবে মাদক ব্যবসায়ীরা পুলিশের কাছে আত্মসর্মপণ করে। চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করতে চুয়াডাঙ্গা পুলিশ প্রশাসন দীর্ঘদিন থেকে জেলার মাদক ব্যবসায়ীদের সঙ্গে আত্মসর্মপণ করার বিষয়টি নিয়ে আলোচনা করছিলো। এ বিষয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের কাছে শর্ত দেয় তাদের পরিচয় গোপন রাখলে তারা আত্মসর্মপণ করবে। পুলিশ তাদের এ শর্ত মেনে নেওয়ায় আত্মসর্মপণে রাজি হয় তারা। তিনি আরো জানান,  গত ২১ ফেব্রুয়ারি ৬১ জন, ২৩ ফেব্রুয়ারি ২৪ জন ও আজ  ১৪১ জন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করলো। গোটা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ মাদক ব্যবসায়ী ও সেবনকারীদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আত্মসমর্পণকারীদের আত্মনির্ভরশীল হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা হবে। এ ছাড়া আগামী প্রজন্ম যেনো আর এই পথে পা না বাড়ায় সে দিকে খেয়াল রাখা হবে। রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/এম এ মামুন/রুহুল