সারা বাংলা

চট্টগ্রামে ৫০০ ঘনফুট কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে ৫০০ ঘনফুট কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার সকালে উপজেলার ভুজপুর থানার নারায়ণহাট এলাকা থেকে এ কাঠ উদ্ধার করা হয়। উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদ জানান, বন বিভাগের কর্মীরা ভুজপুর থানার নারায়ণহাট এলাকায় অভিযান চালিয়ে তুষের বস্তা বোঝাই একটি ট্রাক থেকে ৫০০ ঘনফুট চম্পাফুল কাঠ উদ্ধার করা হয়। উদ্ধার করা কাঠের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। বনকর্মী জাহাঙ্গীর আলম জানান, উদ্ধারকৃত কাঠ ও ট্রাক চট্টগ্রাম উত্তর বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৮ ফেব্রুয়ারি ২০১৭/রেজাউল/উজ্জল