সারা বাংলা

কুসিক : কুশল বিনিময়ে ব্যস্ত দুই হেভিওয়েট প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় কুমিল্লা সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনের মেয়র পদে বিএনপি-আওয়ামী লীগের দুই হেভিওয়েট প্রার্থীর শুক্রবার সারা দিন কেটেছে নির্বাচনী এলাকায় কুশল বিনিময় করে। কুশল বিনিময়ের আড়ালে প্রার্থীরা কৌশলে নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনাও করেছেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা বিএনপি দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কুর একান্ত সচিব মো. কবির জানান, ভোর থেকেই নগরীর বিভিন্ন এলাকার লোকজন প্রাক্তন মেয়রের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এবং তিনি তাদের সঙ্গে কথা বলেন। পরে সকাল ১০টায় নগরীর অন্যতম প্রধান কাঁচা বাজার রাজগঞ্জ বাজারে  যান এবং বাজারের বিভিন্ন অংশ ঘুরে ব্যবসায়ীদের খোঁজ-খবর নেন এবং ভাল-মন্দ জানতে চান। তিনি বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠান ও একটি জানাজায় অংশ নেন। এ প্রসঙ্গে বিএনপি দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, আচরণবিধি লঙ্ঘনের কারণে ভোট চাচ্ছি না। তবে মানুষের দোয়া নিতে ঘুরছি। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার সহকারী মাসুদুল ইসলাম বাবু  বলেন, আপা  সকাল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত ঘুরে  ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। দুপুরে সদর  দক্ষিণ উপজেলার পূর্ব রামপুরের একটি গ্রামে আগুন লাগার কথা শুনে সেখানে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত লোকজনকে সান্ত্বনা দেন। বিকেলে  কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী লোটাস কামালের বাসায় যান এবং তার মায়ের দোয়া নেন। এ  সময় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ছাড়াও কুমিল্লা জেলা পরিষদের প্রাক্তন প্রশাসক আলহাজ ওমর ফারুক, সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান  আবদুল হাই বাবলু, মহানগর আওয়ামী লীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম, কবিরুল ইসলাম শিকদারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/কুমিল্লা/৩ মার্চ ২০১৭/মহিউদ্দিন মোল্লা/রিশিত