সারা বাংলা

এসডিজি অর্জনে শিক্ষার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরা প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার  বলেছেন, ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল’ (এসডিজি) অর্জনে শিক্ষার কোনো বিকল্প নেই। কেননা সুনির্দিষ্ট  লক্ষ্য ছাড়া কোনো জাতি টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। তিনি শনিবার দুপুরে মগুরা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার ভিত্তি উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে  উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সভায় পিটিআইয়ের সুপারিটেনডেন্ট বাদল চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ছয়রুদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. সাদউল্লাহ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাসুদেব কুন্ডু প্রমুখ।  রাইজিংবিডি/মাগুরা/৪ মার্চ ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন/রিশিত