সারা বাংলা

কুমিল্লা সিটি নির্বাচনে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। সোমবারও মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রকিব উদ্দিন মণ্ডল বলেন, যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জেএসডির শিরিন আক্তার ও পিডিপির সোয়েবুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জমা দেওয়া ভোটার তালিকা সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তার আপিল করার সুযোগ রয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থী মামুনুর রশিদ বলেন, ‘এ বিষয়ে আমি আপিল করবো।’ প্রসঙ্গত, গত ২ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৫ জন মনোনয়নপত্র জমা দেন। আগামী ১৪ মার্চ মনোনয়নপত্র  প্রত্যাহারের শেষ দিন। ১৫ মার্চ প্রতীক বরাদ্দ ও ৩০ মার্চ ভোটগ্রহণ হবে। রাইজিংবিডি/কুমিল্লা/৫ মার্চ ২০১৭/মহিউদ্দিন মোল্লা/উজ্জল