সারা বাংলা

মৌলভীবাজারে গাঁজাসহ ৪ জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর বাজারে বালুভর্তি ট্রাক থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। র‌্যাব-৯ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নূর আলমের নেতৃত্বে তাদের আটক করা হয়েছে। আটকরা হলেন- মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. জসীম উদ্দিন, একই উপজেলার মৃত আলফু মিয়ার ছেলে মো. মিজান মিয়া, দুদু মিয়ার ছেলে মো. লালা মিয়া ও মনতলা গ্রামের বিশ্বনাথ দেবের ছেলে পলাশ। এ সময় মাদক বহন করা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৯৭৭২) আটক করা হয়। শ্রীমঙ্গলস্থ র‌্যাব-৯ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে সাতটি প্লাস্টিকের বস্তায় লুকানো ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আমুমানিক বাজার মূল্য ১৬ লাখ টাকা। রাইজিংবিডি/মৌলভীবাজার/০৬ মার্চ ২০১৭/হোসাইন আহমদ/বকুল