সারা বাংলা

গাজীপুরে গ্যাসের দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক অফিস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রায় পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় অভিযানে প্রায় দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ জানান, দুপুরে ইটাহাটা এলাকায় অভিযান চালিয়ে এক ইঞ্চি ও দুই ইঞ্চি ব্যাসের পাঁচ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ অপসারণ করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রায় দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ সময় অবৈধ সংযোগ দেওয়া বিপুল পরিমাণ পাইপ উত্তোলন ও রাইজার জব্দ করা হয়েছে।   অভিযানের সময় গাজীপুর তিতাসের জেনারেল ম্যানেজার এস এম আ. ওয়াদুদ, ম্যানেজার ছাব্বির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/গাজীপুর/৯ মার্চ ২০১৭/হাসমত আলী/বকুল