সারা বাংলা

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় গোয়েন্দা পুলিশের সঙ্গে  ‘বন্দুকযুদ্ধে’ মিন্টু (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মিন্টু রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা। গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ছাবিরুল আলম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শিমুলিয়া ব্রিজের কাছে একদল ডাকাত সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মিন্টু গুলিবিদ্ধ হয়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় মিন্টুকে খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খোকসা থানার অফিসার ইনচার্জ হুদা জানান,  এ ঘটনায় এএসআই নিহার রঞ্জনসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। মিন্টু আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রাইজিংবিডি/কুষ্টিয়া/১০ মার্চ ২০১৭/কাঞ্চন কুমার/উজ্জল