সারা বাংলা

একটি গোষ্ঠী চায় দেশটা সন্ত্রাসী রাষ্ট্র হোক : কামরুল

নিজস্ব প্রতিবেদক, সাভার : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একটি গোষ্ঠী চায় দেশটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হোক। তিনি বলেন, তাদের উদ্দেশ্য হলো আগামী নির্বাচনে ফায়দা লুটা। সেই চিন্তা থেকেই আজকে জঙ্গি তৎপরতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে ইনশাল্লাহ আমরা তাদের প্রতিহত করতে পারবো। শনিবার দুপুরে সাভারের আমিনবাজারে মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধাবীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদে জড়াচ্ছে না। স্কুল কলেজের শিক্ষার্থীরাও জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সহজেই বিভ্রান্ত করে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করে একটি গোষ্ঠী। মন্ত্রী কারো মধ্যে কোনো আচরণগত পরিবর্তন দেখলে অভিভাবক ও শিক্ষকদের জানানোর পরামর্শ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি হাজী দীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহ মো. আব্দুল হাই, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস। রাইজিংবিডি/ সাভার/১১ মার্চ ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/রুহুল