সারা বাংলা

পলাশবাড়ীতে ১১ জুয়াড়ির কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১১ জুয়াড়ির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মহদীপুর ইউনিয়নের কেত্তারপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে সাজ্জাদ (৩৭), একই গ্রামের আলম মিয়ার ছেলে শিমুল মিয়া (২৪), আজিজুল ইসলামের ছেলে বুলবুল মিয়া (৩২), মোসলেম উদ্দিনের ছেলে সবুজ মিয়া (২৭), গাছু মিয়ার ছেলে মুকুল মিয়া (৪০), পার্শ্ববর্তী ফরকান্দাপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে জুয়েল আকন্দ (২৭), খলিল প্রধানের ছেলে মামুন মিয়া (২৫), হোসেন আলীর ছেলে সামাদ মিয়া (৩৮), গোয়ালপাড়ার ইছহাক হোসেনের ছেলে আতোয়ার রহমান (৩০), গড়েয়া এলাকার বাবলু মিয়ার ছেলে হযরত আলী (২৭) ও শ্যামপুর গ্রামের ওয়াহেদ মণ্ডলের ছেলে রোস্তম আলী (২৪)। এদের মধ্যে জুয়া খেলার মূলহোতা ঘর মালিক সাজ্জাদকে (৩৭) এক মাস ও বাকি ১০ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ মিয়া জানান, গোপনে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার সময় অবস্থায় তাদের আটক করা হয়। পরদিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বিচারক। পরে রাতেই তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। রাইজিংবিডি/গাইবান্ধা/১১ মার্চ ২০১৭/মোমেনুর রশিদ সাগর/রিশিত