সারা বাংলা

‘পুলিশের ধাওয়ায়’ নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে জুয়া খেলার সময় পুলিশের ধাওয়ায় নিখোঁজ আসাদুল (২৭) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে স্থানীয় ইছামতি নদী থেকে দমকল বাহিনীর সদস্যরা ওই মৃতদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছে। নিহত আসাদুল বাগবাটি ইউনিয়নের বেজগাঁতী গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। নিখোঁজ যুবক বাচ্চু রাঙালিয়াগাঁতী গ্রামের মৃত রেফাজ উদ্দিনের ছেলে। বাগবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আল-আমিন খান এ তথ্য নিশ্চিত জানান, রোববার রাতে আসাদুল ও বাচ্চুসহ ৬ জন বেজগাঁতী ব্রিজের পাশে জুয়া খেলছিল। রাত সাড়ে ৮টার দিকে ২ জন পুলিশের পোশাকধারীসহ ১৪/১৫ জন সাদা পোশাকধারী লোক তাদের ধাওয়া করে। এ সময় তারা ৬ জনই ইছামতি নদীতে ঝাঁপ দেয়। এদের মধ্যে ৪ জনকে আটক করার পর ছেড়ে দেওয়া হয়। বাকি দুইজন রাত থেকেই নিখোঁজ ছিল। স্থানীয়দের দাবি ওই জুয়াড়ুদলকে পুলিশ ধাওয়া করেছিল। তবে সদর থানা পুলিশ এ বিষয়টি অস্বীকার করেছে। সোমবার বিকেল ৪টা থেকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান চালায়। বিকেল ৫টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হলেও অপর যুবকের সন্ধান পাওয়া যায়নি। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, রাতে সদর উপজেলার বাগবাটি এলাকায় পুলিশ সদস্যরা কোনো অভিযান পরিচালনা করেনি।  রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১৩ মার্চ ২০১৭/অদিত্য রাসেল/রিশিত