সারা বাংলা

৮ ঘণ্টা বেঁধে রাখা হলো শিশুটিকে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের বাড়িতে এক শিশুকে দীর্ঘক্ষণ বেঁধে রাখার অভিযোগ উঠেছে। বাগান বাড়িতে কবুতর চুরির অভিযোগে আব্দুল আলিম (১২) নামের ওই শিশুকে ধরে হারুনের শহরের বাড়িতে এনে প্রায় আট ঘণ্টা বেঁধে রাখা হয়। শিশু আব্দুল আলিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিলকি বাগানপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আতাহারে হারুনুর রশিদের বাগান বাড়িতে কবুতর চুরির অভিযোগে কেয়ারটেকারের হাতে আটক হয় শিশু আলিম। এরপর তাকে আনা হয় চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় অবস্থিত বিএনপি নেতার বাড়িতে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির নিচতলার বারান্দায় গ্রিলের সঙ্গে দুই হাত রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে শিশুটিকে। এ সময় শিশুটি সাংবাদিকদের জানায়, তাকে বেলা ১১টার দিকে ধরে আনা হয়েছে। দুপুর থেকে সে কিছু খায়নি। এ ব্যাপারে বিএনপি নেতা হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বাগান বাড়িতে কবুতর চুরির করার সময় ওই শিশুকে ধরা হয়। পরে বাগান বাড়ির লোকজন শিশুটিকে তার শহরের বাড়িতে নিয়ে আসে। তিনি দাবি করেন, শিশুটিকে আনার পর তার অভিভাবকের কাছে হস্তান্তর করার জন্য সদর মডেল থানায় পাঠানো হয়। কিন্তু পুলিশ ওই শিশুকে গ্রহণ না করায় আবার তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু এ সময় বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে বেঁধে রাখা হয়েছিল, যেন সে পালিয়ে যেতে না পারে। সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘সাবেক সংসদ সদস্য হারুন সাহেবের লোকজন শিশুটিকে নিয়ে থানায় এসেছিলেন। কিন্তু তারা লিখিত অভিযোগ দিতে চাননি। পরে শিশুটিকে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে তারা তাকে ফিরিয়ে নিয়ে যান।’ তিনি জানান, শিশুটির অভিভাবকের খোঁজ নেওয়া হচ্ছে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাইজিংবিডি/রাজশাহী/১৪ মার্চ ২০১৭/তানজিমুল হক/বকুল