সারা বাংলা

যশোর জেলা পরিষদ নির্বাচন ১৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আগামী ১৬ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ মার্চ, মনোনয়নপত্র বাছাই ২২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ২৯ মার্চ, প্রতীক বরাদ্দ ৩০ মার্চ। এর আগে গত ১৪ মার্চ তফশিল ঘোষণা করা হয়। জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির জানান, জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর বিধি ২৭ অনুসারে তফশিল ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে নির্বাচনে আট উপজেলার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বাররা  ভোট দিবেন। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর যশোর জেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের প্রবীণ নেতা শাহ হাদিউজ্জামান। পরে গত ১৯ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরবর্তীতে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল খালেক। রাইজিংবিডি/যশোর/১৬ মার্চ ২০১৭/বি এম ফারুক/রুহুল