সারা বাংলা

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ৩

বান্দরবান প্রতিনিধি : রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় পাহাড় ধসে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শামসুল আলম (৫০), মো. কালু  (৪০) ও মো. হানিফ (৩২)। স্থানীয় সূত্রে জানা গেছে,  কলেজ গেট সিঅ্যান্ডবি কলোনির নিচের পাড়ায় বিকেলে  একটি ঘরের দেয়াল নির্মাণের সময় পাহাড়ের মাটি ধসে পড়লে তিনজন আটকে পড়ে। এ সময় ফায়ার সার্ভিস  ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে পাহাড় ধসে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। রাইজিংবিডি/বান্দরবান/১৬ মার্চ ২০১৭/এস বাসু দাশ/রুহুল