সারা বাংলা

রংপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক,  রংপুর : রংপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী পরিষদ সভাপতিসহ তিনটি পদে এবং সাধারণ সম্পাদকসহ ১২টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হলেও রাতে ভোট গণনা শেষে  শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রউফ  ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের আব্দুল কাইয়ুম সভাপতি পদে বিজয়ী হন। তিনি ভোট পেয়েছেন ১৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সভাপতি প্রার্থী রইছ উদ্দিন বাদশা পেয়েছেন ৯৭ ভোট। অপর প্রার্থী আওয়ামী লীগের অপর অংশের সম্মিলিত আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী রফিক হাসনাইনও পেয়েছেন ৯৭ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের আব্দুল মালেক ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এবার নিয়ে তিনি পর পর দুবার সাধারণ সম্পাদক পদে জয়ী হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর অংশের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র মাহাতা পেয়েছেন ৯০ ভোট । নির্বাচিত অন্যান্যরা হলেন-আওয়ামী লীগ সমর্থিত সহসভাপতি প্রার্থী আব্দুল জলিল, সহসম্পাদক পদে রথিশ চন্দ্র ভৌমিক,  কোষাধ্যক্ষ পদে নয়নুর রহমান টফি, বার সম্পাদক পদে জিয়াউল ইসলাম জিয়া, বার লাইব্রেরি সম্পাদক পদে আখতার হোসেন জুয়েল, ক্রীড়া সম্পাদক পদে রুহুল আমিন তালুকদার ও ধর্ম সম্পাদক পদে  লাল মিয়া নির্বাচিত হন। এ ছাড়া নির্বাচিত সদস্যরা হলেন- সাজেদুর রহমান, আরেফিন হক, আয়নুল ইসলাম, পাভেল রহমান, প্রশান্ত কুমার, ডাবলু ও রোকসানা বিথি। অপর একটি সদস্য পদে দুইজন প্রার্থী সমান ভোট পাওয়ায় পরে এ পদে ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়।  রাইজিংবিডি/রংপুর/১৭ মার্চ ২০১৭/নজরুল মৃধা/রিশিত