সারা বাংলা

দিনদুপুরে ব্যাংকের ভেতর চোর!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) গোদাগাড়ী উপজেলা শাখার কার্যালয়ের ভেতর থেকে এক চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। আটক চোরের নাম মো. রাব্বি (১৮)। রাব্বি রাজশাহী মহানগরীর শালবাগান রবের মোড় এলাকার মো. মামুনের ছেলে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, বিকেলে ব্যাংকের এক পাশের একটি কাঠের দরজা কেটে ভেতরে ঢুকেছিল রাব্বি। এরপর সে উঁকি দিয়ে বাইরের পরিবেশ বোঝার চেষ্টা করছিল। এ সময় উপজেলা সদরের নারায়ণ দাস নামে এক সাইকেল মেকার ওই দিকে গিছেছিলেন। নারায়ণ ব্যাংকের ভেতর থেকে ওই চোরকে উঁকি দিতে দেখে আরো কয়েকজনকে খবর দেন। পরে সবাই মিলে গিয়ে তারা ব্যাংকের ভেতর ওই চোরকে আটকান। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি। রাকাবের ওই শাখার ব্যবস্থাপক কামরুল হাসান জানান, ব্যাংকের প্রহরি রাকিব আলী আসরের নামাজ পড়তে গিয়েছিলেন। আর এ দিন উপজেলা সদরের সব দোকানপাটও বন্ধ থাকে। এই সুযোগে চোর রাব্বি কাঠের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তবে সে লকার পর্যন্ত পৌঁছাতে পারেনি। এর আগেই স্থানীয়রা তাকে ধরে ফেলেন।

   

রাইজিংবিডি/রাজশাহী/১৭ মার্চ ২০১৭/তানজিমুল হক/রিশিত