সারা বাংলা

কিশোরগঞ্জে বাজারে অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের হনুমান তলায় আগুন লেগে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৯টি বাসা পুড়ে গেছে। শনিবার দুপুরের দিকে ওই এলাকার একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিশোরগঞ্জ, কেন্দুয়া ও গফরগাঁও থেকে আসা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ১৫ থেকে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূ্ত্রে জানা যায়, তুলার দোকানে আগুন লাগার পর পাশের গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওই দোকানের গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়ে আগুনের তীব্রতা মারাত্মক আকার ধারণ করে। ফলে আাশপাশের দোকান ও বাসা বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। আধাঘণ্টা পর কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে নেত্রকোনার কেন্দুয়া ও গফরগাঁও উপজেলা থেকে ফায়ার সার্ভিসের  আরো দুটি ইউনিট যোগ দেয়। তিন ঘণ্টা চেষ্টার পর বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার আক্তার জামীল, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাইজিংবিডি/কিশোরগঞ্জ/১৮ মার্চ ২০১৭/রুমন চক্রবর্তী/রুহুল