সারা বাংলা

অনলাইনে পৌরবাসী নাগরিক সুযোগ ভোগ করবে : পলক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ পৌরসভার উদ্ভাবনী প্রকল্প অনলাইন বিলিং অ্যান্ড পেমেন্ট সিস্টেম ও মানববর্জ্য শোধনাগারের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় পলক বলেন, অনলাইনের মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই পৌরকরসহ পৌরসভার সব বিল প্রদান করতে পারবে। অনলাইনের মাধ্যমেই পৌরবাসী সকল নাগরিক সুযোগ সুবিধা ভোগ করবে। তিনি আরো বলেন, এই তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কেউ যেন দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। পরে স্থানীয় ডা. কে আহম্মেদ পৌর কমিউনিটি হলে সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মিজানুর রহমান, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাকিলা রহমান। এ সময় পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, কমিশনার বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঝিনাইদহ/১৯ মার্চ ২০১৭/রাজিব হাসান/রুহুল