সারা বাংলা

১৫ লাখ টাকার চোরাই কাঠসহ কাভার্ডভ্যান আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট চেক স্টেশনে ১৫ লাখ টাকার অবৈধ সেগুন কাঠবোঝাই একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। রোববার বিকেলে অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ কাঠ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফৌজদারহাট চেক স্টেশন কর্মকর্তা ফরেস্টার আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্টো ট -১১-৭৮৭৯) করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে পাচার করার সময় মাদামবিবিরহাটের ফরেস্ট চেক স্টেশনে কাঠবোঝাই একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে ওই কাভার্ডভ্যান তল্লাশি করে প্রায় ৫০০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। আটককৃত কাঠের আনুমানিক মুল্য প্রায় ১৫ লাখ টাকা। এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদ জানান, অবৈধ কাঠ পাচার বন্ধে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ মার্চ ২০১৭/রেজাউল করিম/রিশিত