সারা বাংলা

চুয়াডাঙ্গা নৈশ কোচসহ ১০ গাড়িতে ডাকাতি

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় নৈশ কোচসহ কমপক্ষে ১০ গাড়িতে ডাকাতি হয়েছে। রোববার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারি মাঠে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় রয়েল পরিবহনের হেলপার আব্দুল হামিদসহ (২৮) দুজন আহত হয়েছেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল হামিদ বলেন, ‘রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারি মাঠে রয়েল পরিবহনের বাসটি পৌঁছালে ১০-১২ জন ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে। এ সময় বাধা দিলে আমাকে ও এক যাত্রীকে ডাকাতরা মারধর করে। পরে তারা ওষুধ কোম্পানির গাড়িসহ আরো ৮-৯টি গাড়িতে ডাকাতি করে। তারা টাকা, মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।’  চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারি মাঠে কয়েকজন ডাকাত রাস্তায় গাছ কেটে ব্যারিকেড দেয়। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়া একটি নৈশ কোচ, একটি ট্রাক, একটি কাভার্ড ভ্যানসহ কয়েকটি গাড়ি ডাকাতদের কবলে পড়ে।

   

রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/২০ মার্চ ২০১৭/ মামুন/উজ্জল/এএন