সারা বাংলা

সীতাকুণ্ডে জঙ্গিদের লাশ গ্রহণে পরিবারের অস্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জেলার সীতাকুণ্ডের প্রেমতলায় অভিযানে নিহত জঙ্গি দম্পতির লাশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে তাদের পরিবার। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতদের লাশ পরিবারের পক্ষ থেকে শনাক্ত করা হয়। তবে তাদের লাশ গ্রহন করবেন না বলে জানিয়েছেন নিহত জঙ্গি কামাল উদ্দিনের বাবা মুজাফ্ফর আহাম্মেদ এবং জোবায়দার বাবা নুরুল আলম। পরিবার অস্বীকৃতি জানানোর পর পুলিশের পক্ষ থেকে দুটি লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে গিয়ে নিহত জোবায়দার লাশ শনাক্ত করেন জোবায়দার বাবা  নুরুল আলম এবং ভাই জিয়াবুল হক। জোবায়দাকে নিজের বোন হিসেবে চিহ্নিত করলেও জিয়াবুল হক বলেন, আমরা তাদের লাশ গ্রহণ করবো না। তারা যে ঘৃণ্য কাজ করেছে তাতে ইতিমধ্যে আমরা সমাজে মুখ দেখাতে পারছি না। এই অবস্থায় আমরা তাদের লাশ বাড়িতে নিয়ে দাফন করবো না। একইভাবে ঘৃণা প্রকাশ করেন কামাল উদ্দিনের বাবা মোজাফ্ফর আহাম্মদও। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা রাইজিংবিডিকে জানান, নিহত দুই জনের পরিচয় শনাক্ত করার পর দুইজনের বাবাকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি বাইশারি গ্রাম থেকে রোববার চট্টগ্রামে নিয়ে আসা হয়। তাদের সন্তানদের ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা তেমন কোনো তথ্য দিতে পারেননি। সোমবার দুই জনের বাবাই লাশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন।  নিয়ম অনুযায়ী লাশ দুটি আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ মার্চ ২০১৭/রেজাউল/রুহুল