সারা বাংলা

ঝিনাইদহে মাদক-জঙ্গিবিরোধী সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ জামান। উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, নবি নেওয়াজ এমপি, আনোয়ারুল  আজিম এমপি, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, প্রেসক্লাব সভাপতি এম রায়হান প্রমুখ। এ ছাড়া মাদকসেবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার ৮৭২ জন মাদকসেবী ও ৭১ জন ব্যবসায়ী মাদকের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন।স্বাভাবিক  জীবনে ফিরে আসা ৯৪৩ জন মাদকসেবী ও ব্যবসায়ীর হাতে প্রধান অতিথি ফুল তুলে দেন। পরে একটি মাদক ও জঙ্গিবিরোধী র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেন, মাদক ও জঙ্গিবাদ নির্মূল করা একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়া নৈতিক দায়িত্ব রয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে। রাইজিংবিডি/ঝিনাইদহ/২০ মার্চ ২০১৭/রাজিব হাসান/রিশিত