সারা বাংলা

চা শ্রমিকদের উপজেলা পরিষদ ঘেরাও

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ ৩ ঘণ্টা ঘেরাও করে রাখেন চা শ্রমিকরা। সোমবার দুপুর ২টায় বেতন, রেশন, গৃহনির্মাণ, চিকিৎসা, ভবিষ্যৎ তহবিল ও বিশুদ্ধ পানিসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এ ঘেরাও কর্মসূচি পালন করেন তারা। ঘেরাও কর্মসূচিতে ধামাই টি কোম্পানির মালিকানাধীন ধামাই, সোনারুপা, আতিয়াবাগ চা বাগান এবং পুঁচি ও শিলঘাট বাগানের দুই সহস্রাধিক চা শ্রমিক অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান গোলশান আরা মিলি, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, ভাইস-চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, রনজিতা শর্মা, শামসুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগান মালিকদের সঙ্গে কথা বলে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে তিন ঘণ্টা পর ঘেরাও কর্মসূচি শেষ করে শ্রমিকরা বাগানে ফিরে যান। রাইজিংবিডি/মৌলভীবাজার/২০ মার্চ ২০১৭/হোসাইন আহমদ/রিশিত