সারা বাংলা

আ.লীগে পকেট কমিটি চলবে না : কাদের

নিজস্ব প্রতিবেদক, সিলেট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র দেড় বছর। এ সময়ে নেতা-কর্মীদের কথা কম বলে বেশি বেশি কাজ করে যেতে হবে। আওয়ামী লীগকে হাইব্রিডদের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। কাদের বলেন, ‘সারা দেশে কোনো পকেট কমিটি দিয়ে আওয়ামী লীগ চলবে না। প্রত্যেকটি ইউনিটে প্রকাশ্যে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি করতে হবে। সব ভেদাভেদ আর মতপার্থক্য ভুলে দলের স্বার্থে সর্বস্তরের নেতা-কর্মীদের একযোগে কাজ করতে হবে।’ বুধবার দুপুরে সিলেট নগরীর আলিয়া মাঠে আওয়ামী লীগের সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, ‘আওয়ামী লীগে সন্ত্রাসী ও গডফাদারদের কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগ জনগণের দল। জনগণকে খুশি রাখতেই নেতা-কর্মীদের কাজ করতে হবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সংগঠনের নামে রাজনৈতিক দোকান খোলা হচ্ছে। এসব চলতে দেয়া হবে না। যারা এসব দোকান খোলার চেষ্টা করবে, তাদেরকে পুলিশে ধরিয়ে দিতে হবে।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সভাপতিত্বে ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। রাইজিংবিডি/সিলেট/২২ মার্চ ২০১৭/কামাল/রিশিত/শাহনেওয়াজ