সারা বাংলা

ধর্ষণ চেষ্টার মামলায় বন কর্মকর্তা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, খুলনা : বন বিভাগের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা ইমদাদুল হককে ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার তাকে কয়রা থানা পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এর আগে মঙ্গলবার বিকেলে কয়রার আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানান, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ইমদাদুল হক গত রোববার বিকেলে পার্শ্ববর্তী মঠবাড়িয়া গ্রামের আব্দুল খালেক গাজীর ছেলে মামুন গাজীর সহযোগিতায় কয়রা গ্রামের এক গৃহবধূকে (২৫) ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই নারী থানায় মামলা দায়ের করেন। কয়রা থানা পুলিশ ২০ মার্চ রাত ৯টার দিকে স্টেশন কর্মকর্তা ইমদাদুল হককে তার কর্মস্থল থেকে গ্রেপ্তার করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রাইজিংবিডি/খুলনা/২২ মার্চ ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল