সারা বাংলা

আদালত বসিয়ে যুবককে ১০১ দোররা, গৃহবধূকে মারপিট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রাম্য মাতব্বররা কথিত আদালত বসিয়ে অভিযুক্ত যুবককে ১০১ দোররা মেরেছেন। এ ঘটনায় এক দরিদ্র গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করেছেন তারা। বর্তমানে ওই গৃহবধূ ভোলাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নির্যাতিত নারী ভোলাহাট থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য শিহাবকে শুক্রবার দুপুরে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে ভোলাহাট উপজেলার প্রত্যন্ত অঞ্চল বড়ইগাছী ভাটাপাড়া গ্রামে। দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ রাত প্রায় ১১টার দিকে জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে ফারুক (২৩) বড়ইগাছী ভাটাপাড়া গ্রামের এক গৃহবধূর ঘরে বসে ছিলেন। এ সময় কয়েক ব্যক্তি ওই ঘরে প্রবেশ করে তাদের আটক করে এবং অনৈতিক কাজে তারা লিপ্ত ছিল- এ ধরনের অভিযোগে ওই গৃহবধূকে রাতেই বেধড়ক মারপিট করেন। এক পর্যায়ে এক নম্বর ওয়ার্ডের সদস্য ইব্রাহীম, সাত নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ, আট নম্বর ওয়ার্ড সদস্য জিন্নাত ও নয় নম্বর ওয়ার্ড সদস্য শিহাব আটককৃত ফারুককে মারপিট করা হবে না- এ ধরনের আশ্বাস দিয়ে তার বাবার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা আদায় করে ফারুককে ছেড়ে দেন। ঘটনার পর দিন সকাল ১০টার দিকে ওই গৃহবধূর বাড়ির সামনে কথিত আদালত বসানো হয়। এরপর সাত নম্বর ওয়ার্ড সদস্য ও কথিত আদালতের প্রধান বিচারক আবদুস সামাদ ইউনিয়ন পরিষদের অন্য সদস্যদের নিয়ে গ্রাম পুলিশ মোস্তফাকে দিয়ে ওই গৃহবধূকে দ্বিতীয় দফায় মারধর করেন। এর ফলে গৃহবধূ ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরেও কথিত বিচারকদের বিচার থেমে থাকেনি। কথিত রায়ে গৃহবধূর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ফারুককে মারা হয় ১০১ দোররা। গৃহবধূকে ছয় হাজার টাকা এবং ফারুককে দ্বিতীয় দফা ২২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযোগ উঠেছে, নির্যাতিত গৃহবধূ ও ফারুকের কাছ থেকে আদায়কৃত মোট ৪৮ হাজার টাকার সবগুলোই ভাগবাটোয়ারা করে নিয়েছেন কথিত বিচারকরা। এ ঘটনায় কথিত প্রধান বিচারকসহ অন্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে ওই গৃহবধূকে ‘পতিতা’ বলে আখ্যায়িত করেন। এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলার বিষয়টি স্বীকার করে বলেন, এ ঘটনায় জামবাড়িয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড সদস্য শিহাবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। রাইজিংবিডি/রাজশাহী/২৪ মার্চ ২০১৭/তানজিমুল হক/বকুল