সারা বাংলা

স্বার্থ বিঘ্নিত হয় এমন চুক্তি হবে না : এলজিআরডিমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি : এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কারো স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো চুক্তি হবে না, যার যার স্বার্থ সে দেখতে চেষ্টা করবে। শুক্রবার বিকেলে শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু উদ্বোধন শেষে সেতুর পাদদেশে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, সমতার ভিত্তিতে চুক্তি হবে, সমতার ভিত্তিতে নেগোসিয়েশন হবে। এখানে বিএনপি কি বলল তাতে কোনো কিছু যায় আসে না। মন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করেছি। যে কোনো মূল্যে দেশ থেকে জঙ্গি নির্মূল করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন, কুষ্টিয়া এলজিআরডির নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন। উল্লেখ্য, এলজিআরডির অর্থায়নে ৮১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সেতুটির দৈর্ঘ্য ৬০৪ মিটার, প্রস্থ ৬ দশমিক ১ মিটার। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৮১ কোটি ৭০ লাখ টাকা। সেতু পারাপারে কোনো টোল নেওয়া হবে না। রাইজিংবিডি/কুষ্টিয়া/২৪ মার্চ ২০১৭/কাঞ্চন কুমার/রিশিত