সারা বাংলা

নির্বাচনে শৈথিল্য দেখানো যাবে না : সিইসি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন,  ‘আমার অর্ডার, নির্বাচনে কারো প্রতি শৈথিল্য দেখানো যাবে না।’ তিনি বলেন, ‘ভোট কেন্দ্রে কোনো ব্যক্তি বা দলীয় প্রভাবশালী ব্যক্তি অকারণে প্রবেশ করলে তাকে কঠোরভাবে দমন করতে হবে। ভোট কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার চেয়ে বড় প্রভাবশালী আর কেউ নেই। তার অধীনে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।’ শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। ওই সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ এবং অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান। নুরুল হুদা বলেন, ‘প্রয়োজন হলে কল করা মাত্র কয়েক মিনিটেই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কেন্দ্রে চলে আসবে।’ তিনি আরো বলেন, ‘আমি কুমিল্লায় দুই বছর জেলা প্রশাসক ছিলাম, কুমিল্লার মানুষের প্রতি আমার আস্থা রয়েছে, কুমিল্লার নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে। আমার বিশ্বাস, কুমিল্লার মানুষ এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে না।’ কুমিল্লা জেলা প্রশাসক জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, পুলিশ সুপার মে. শাহ আবিদ হোসেন ও জেলা আনসার কমানডেন্ট শফিকুল আলম। রাইজিংবিডি/কুমিল্লা/২৫ মার্চ ২০১৭/মহিউদ্দিন মোল্লা/রুহুল