সারা বাংলা

খুলনা পিটিআইর প্রশিক্ষক গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষক মাহবুব মোস্তফা গুলিবিদ্ধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হচ্ছেন একই প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম শিকদার (৫৭) ও নৈশপ্রহরী শহীদুল ইসলাম (৩৫)। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদিকে গুলিবিদ্ধ মাহবুব মোস্তফার শারীরিক অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতেই আহত মাহবুব মোস্তফা বাদী হয়ে চারজনকে আসামি করে খুলনা থানায় মামলা দায়ের করেন। মামলায় খুলনা পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম শিকদার, প্রশিক্ষক (আইসিটি) প্রভাষ কুমার বিশ্বাস, নৈশপ্রহরী শহীদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপপরিচালক (অব.) এ কে এম গোলাম মোস্তফাকে আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা থানার এসআই মিলন কুমার মৈত্র জানান, এজাহারভুক্ত আসামি আব্দুস সালাম শিকদার ও শহীদুল ইসলামকে শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে নগরীর পিটিআই মোড়ের অদূরে নিজ ভাড়া বাসার কাছে দুর্বৃত্তরা মাহবুব মোস্তফাকে লক্ষ করে গুলি করে। একটি গুলি তার শরীরের পেছনে কোমরের নিচে বিদ্ধ হয়। রাইজিংবিডি/খুলনা/২৫ মার্চ ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রিশিত