সারা বাংলা

বগুড়ায় নৈশপ্রহরী খুন, স্বর্ণালঙ্কার লুট

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা সদরের একটি মার্কেটের নৈশপ্রহরীকে খুন করে স্বর্ণের দোকানে ডাকাতি করা হয়েছে। নিহত নৈশপ্রহরী মোজাম্মেল হোসেন (৬০) পৌর এলাকার ডিমশহর মহল্লার মৃত ইসমাইল হোসেনের ছেলে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- পৌর এলাকার বাসিন্দা গোলাম রব্বানী এবং মানিক। পুলিশ জানান, শনিবার দিবাগত গভীর রাতে দুপচাঁচিয়া সদরের নিউমার্কেট নামের দ্বিতীয় তলা ভবনে হানা দেয় একদল ডাকাত। এ মার্কেটের দ্বিতীয়  তলায় ইসলামী ব্যাংক দুপচাঁচায়িা শাখা আর নিচ তলায় স্বর্ণের দোকান রয়েছে। প্রথমে ডাকাতদল নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ইসলামী ব্যাংকের গার্ডকে ডাকতে বলে। কিন্তু ডাকাতদের কথা না মানায় রডের আঘাতে তাকে খুন করে। পরে নিচতলার স্বর্ণের দোকান থেকে চার ভরি স্বর্ণালঙ্কার ও ৪০ ভরি রূপা লুট করে পালিয়ে যায় তারা। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম রাইজিংবিডিকে ডাকাতির ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  রাইজিংবিডি/বগুড়া/২৬ মার্চ ২০১৭/এ কে আজাদ/বকুল