সারা বাংলা

চট্টগ্রাম শহীদ মিনারে লাখো মানুষের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চট্টগ্রামের নন্দনকানন শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে লাখো মানুষ। রোববার সকাল ৬টা থেকে শুরু হয়ে শ্রদ্ধা নিবেদন চলে বিকেল পর্যন্ত। মন্ত্রী, প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে জাতির সূর্য্যসন্তানদের স্মরণ করেন। রোববার সকালে প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এরপর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শহীদ মিনারে একের পর এক শ্রদ্ধা জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীন, ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার ইকবাল বাহার বিপিএম, পুলিশ সুপার নুরে আলম মিনা, জেলা প্রশাসক শামসুল আরেফিন। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পিবিআই, আরআরএফ, শিল্পপুলিশ, বন বিভাগসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান। প্রটোকল অনুযায়ী শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হলে শহীদ মিনারে ফুল দেয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে নগরীর প্যারেড মাঠে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের কুচকাওয়াজ, ডিসপ্লে এবং পুরস্কার বিতরণ। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীন, ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক শামসুল আরেফিন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে শুরু হয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। এবার সিটি করপোরেশনের স্বাধীনতা সম্মাননা পদক পাচ্ছেন- মুক্তিযুদ্ধে মোখতার আহমদ (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে ভূপতি ভূষণ চৌধুরী (মানিক চৌধুরী মরণোত্তর), সাংবাদিকতায় আতাউল হাকিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), চিকিৎসায় ডা. ফজলুল আমীন (মরণোত্তর), শিশু চিকিৎসায় ড. প্রণব কুমার চৌধুরী, নারী আন্দোলনে বেগম রুনু সিদ্দিকী (মরণোত্তর), সমাজসেবায় সাফিয়া গাজী রহমান, শিক্ষায় বেগম হাসিনা জাকারিয়া ও ক্রীড়ায় মোজাম্মেল হক। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৬ মার্চ ২০১৭/রেজাউল করিম/রিশিত