সারা বাংলা

বিআরডিবি কার্যালয় থেকে অফিস সহকারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কার্যালয় থেকে মনিরুল ইসলাম (৪২) নামে এক অফিস সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে মেঘনা হাউজে অবস্থিত বিআরডিবির উপপরিচালকের কার্যালয় থেকে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত মনিরুল ইসলামের  গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। তাৎক্ষণিকভাবে পুলিশ ও বিআরডিবি কর্তৃপক্ষ তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি। তবে পুলিশ ও বিআরডিবি কর্তৃপক্ষের ধারণা হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তিনি উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। সিদ্ধিরগঞ্জ থানা এসআই আবু বক্কর জানিয়েছেন, তিনি এই কার্যালয়েরই একটি কক্ষে থাকতেন। বৃহস্পতিবার অফিস ছুটির পর সবাই চলে গেলেও মনিরুল বাড়িতে না গিয়ে এখানেই থেকে যায়। দুইদিন তার কক্ষে দরজা বন্ধ করে থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৬ মার্চ ২০১৭/হাসান উল রাকিব/রিশিত