সারা বাংলা

জাবিতে তাজউদ্দিনকন্যা রিমিকে সম্মাননা

জাবি সংবাদদাতা : নারী নেতৃত্বে অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমি এমপিকে সম্মাননা স্মারক প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। রোববার সন্ধ্যায় মুক্তিসংগ্রাম নাট্যোৎসবের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সম্মাননা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি সিমিন হোসেন রিমিকে এ সম্মননা দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানের সভাপতি জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তাকে এ সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয় মেজর অব. শামসুল আরেফিন, ভাস্কর জাহানারা পারভীন, মুস্তাফা নুরুল ইসলাম, হায়াৎ মাহমুদ, সৈয়দ শামসুল হককে (মরণোত্তর) । জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের সম্মানে বিকেলে বিশ্ববিদ্যালয়ে গাছ লাগিয়েছি। এ গাছগুলোকে আমাদেরকেই সংরক্ষণ করতে হবে। এ গাছগুলো যখন বড় হবে তখন এর ফল, ফুল সবকিছু আমাদের মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করিয়ে দেবে। রাইজিংবিডি/জাবি/২৬ মার্চ ২০১৭/তহিদুল ইসলাম/রিশিত