সারা বাংলা

১৩ জলদস্যু আটক, ৭ মাঝি-মাল্লা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের অদূরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ট্রলারসহ ১৩ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় উদ্ধার করা হয়েছে ৭ মাঝি-মাল্লাসহ গুলি ও ধারালো অস্ত্র। রোববার রাত ৯টার দিকে কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের অদূরে ২৬ কিলোমিটার গভীর সাগরে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. ওমর ফারুক। তবে তাৎক্ষণিক আটক জলদস্যু ও উদ্ধার হওয়া মাঝি-মাল্লাদের নাম-পরিচয় জানা যায়নি। লে. কমান্ডার ওমর ফারুক বলেন, মাছ ধরার ট্রলার লুট ও মাঝি-মাল্লাদের জিম্মি করেছে- এমন খবরে কোস্টগার্ডের একটি দল রোববার বিকেলে কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেল থেকে গভীর সাগরে অভিযান চালায়। এ সময় লুটের শিকার ট্রলারটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে ১৩ জলদস্যুকে আটক এবং জিম্মি ৭ মাঝি-মাল্লাকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ২ রাউন্ড গুলি, ১০টি চাপাতি, ১০টি মোবাইল ফোনসেট ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক জলদস্যু ও উদ্ধার মাঝি-মাল্লারা এখনো সাগরে কোস্টগার্ডের জাহাজের তত্ত্বাবধানে রয়েছে বলে জানান ওমর ফারুক। রাইজিংবিডি/কক্সবাজার/২৬ মার্চ ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রিশিত/সাইফ/এএন