সারা বাংলা

কলমাকান্দায় মর্টারের গোলা উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর বাজার জামে মসজিদের নির্মাণকাজ চলাকালে পুরনো মর্টারের গোলা পাওয়া গেছে। সোমবার বিকেলে কলমাকান্দা পুলিশ গোলাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই জামে মসজিদ পুনঃনির্মাণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে মর্টারের গোলা সদৃশ্য বস্তুটি দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এটিকে দেখার জন্য ভিড় জমান। পরে এলাকার লোকজন কলমাকান্দা থানায় খবর দিলে তাৎক্ষণিক এসআই সুজাদুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোলাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর ছিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে স্বাধীনতাযুদ্ধের সময় মর্টারের গোলাটি মাটি চাপা পড়েছিল। এ ব্যাপারে বোমা নিষ্ক্রীয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। রাইজিংবিডি/নেত্রকোনা/২৭ মার্চ ২০১৭/ইকবাল হাসান/রিশিত