সারা বাংলা

মোড়েলগঞ্জে ট্রলারডুবি : ৪ জনের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে খেয়া পারাপারের ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনায় চার নারীর লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোড়েলগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান মিঠু জানান, মোড়েলগঞ্জের ছোলমবাড়ীয়া ঘাট থেকে ছেড়ে উপজেলা সদরের পুরাতন থানা ঘাটে যাচ্ছিল ট্রলারটি। অতিরিক্ত যাত্রীবহনের কারণে ট্রলারটি পানগুছি নদীতে  স্রোতের কবলে পড়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ইঞ্জিনচালিত ট্রলারটিতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কমপক্ষে ৭০ জন যাত্রী ছিল । ট্রলারটি ডুবে যাওয়ার পর অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় চার নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য কোস্টাগার্ড, নৌ বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস অংশ নিয়েছে। এ ছাড়া নিখোঁজদের উদ্ধারের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম চার নারীর লাশ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন, জীবিত উদ্ধারকৃতদের মধ্যে এক নারী ও এক শিশুকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এক নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, ট্রলার ডুবির ঘটনা তদন্তে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রশিদকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে কার গাফলতিতে কীভাবে ট্রলারটি ডুবল তা তদন্ত করে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি বলেন, ট্রলারডুবিতে অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে বলে তাদের স্বজনরা দাবি করছেন। তাদের উদ্ধারে পুলিশ, ফায়ার বিভাগ, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে নদীতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে বলেও জানান তিনি। রাইজিংবিডি/বাগেরহাট/২৮ মার্চ ২০১৭/আলী আকবর টুটুল/রুহুল