সারা বাংলা

সিরিজি বোমা হামলায় জেএমবির সদস্যের কারাদণ্ড

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি  জেএমবির সদস্য শায়খুল ইসলাম ওরফে রাকিব ওরফে মোয়াযকে ৭ সশ্রম বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এ বি এম মাহমুদুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের মত চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। ২০০৭ সালের ৮ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) কামরুজ্জামান দুইজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পঞ্চকরণ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে জেএমবির সদস্য শায়খুল ইসলাম ও জামালপুরের মেলান্দহ থানার ফুলছেন্নেসা গ্রামের আব্দুস সোবহানের ছেলে রকিব হোসেন ওরফে হাফেজ মাহমুদ। এর মধ্যে হাফেজ মাহমুদ বন্দুকযুদ্ধে মারা গেছেন। এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দোষী সাব্যস্ত করে আসামি শায়খুল ইসলামকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/২৮ মার্চ ২০১৭/এম এ মামুন/রিশিত