সারা বাংলা

‘জঙ্গিরা উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করছে’

মুন্সীগঞ্জ প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিরা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। জঙ্গিরা নিহত হচ্ছে, কিন্তু তাদের বাবা-মারা লাশ দেখতে আসছে না, লাশ নিতেও চাইছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বিকেলে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে জেলা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জঙ্গিদের মূল উৎপাটন করা যায়নি। তারা ঘাঁপটি মেরে রয়েছে। এদেরকে নির্মূল করতে হবে। এজন্য কমিউনিটি পুলিশের বিশেষ ভূমিকা রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল তারাই আজ দেশে নানা অপকর্ম করছে। মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আইজিপি এ কে এম শহীদুল হক, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী, জেলা প্রশাসক শায়লা ফারজানা প্রমুখ। রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/২৯ মার্চ ২০১৭/শেখ মো. রতন/রিশিত