সারা বাংলা

একই পরিবারের ৩ জনকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নগরীর খুলশি থানা এলাকার এক বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একই পরিবারের তিন সদস্যকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। যে তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তারা হলেন- পরিবহন ব্যবসায়ী এস এম শফিকুর রহমান এবং তার দুই শ্যালক মোহাম্মদ হাসান তারেক ও মোয়াজ্জেম হোসেন সাথী। সংবাদ সম্মেলনে শফিকুর রহমানের স্ত্রী সুলতানা রাজিয়া টুম্পা বলেন, আমাদের বাসা নগরীর খুলশী থানার আল ফালাহ গলিতে। ২৪ মার্চ দুপুরে আমাদের বাসায় একটি পারিবারিক অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান চলাকালে ছয়জন লোক নিজেদের ডিবি পরিচয় দিয়ে আমাদের বাসায় আসে। ঘরে ঢুকেই তারা তিনজনের আটটি মোবাইল কেড়ে নেয়।  এরপর একটি সাদা কাগজে দস্তখত করার জন্য আমার স্বামীর ওপর চাপ প্রয়োগ করেন। কিন্তু আমার স্বামী দস্তখত দিতে অস্বীকৃতি জানালে তারা আমার স্বামী ও ভাই মোয়াজ্জেমকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় আমার আরেক ভাই তারেক একটি মোটরসাইকেল নিয়ে মাইক্রোবাসের পেছনে পেছনে যেতে থাকলে পাঁচলাইশ থানার সামনে থেকে তাকেও মোটরসাইকেলসহ তুলে নিয়ে যাওয়া হয়। লিখিত বক্তব্যে টুম্পা আরো বলেন, এই ঘটনায় গত ২৫ মার্চ খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওইদিন রাতে শফিকুর তার মোবাইল থেকে আমার মোবাইলে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের যারা তুলে নিয়ে এসেছে তারা নাকি সরকারের বিশেষ টিমের লোকজন। আমার এখানে খুব কষ্ট হচ্ছে। আমাদের ওপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে। আমাদের এখান থেকে উদ্ধারের ব্যবস্থা কর। তিনি অভিযোগ করে আরো বলেন, তুলে নিয়ে যাওয়ার পর আমরা নগর গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কাউকে তুলে নিয়ে যাননি। টুম্পা বলেন, আমার স্বামী ও ভাইদের কোনো অপরাধ থাকলে দেশের প্রচলিত আইনের আওতায় বিচার হোক। কিন্তু ছয় দিন ধরে তাদের কোন থানায় সোপর্দ না করে যেভাবে নির্যাতন চালানো হচ্ছে এটা কোন আইনে পড়ে।

   

রাইজিংবিডি/চট্টগ্রাম/৩০ মার্চ ২০১৭/রেজাউল/রুহুল