সারা বাংলা

এবার বড়হাটে অভিযানের প্রস্তুতি সোয়াতের

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান শেষে  পৌর শহরস্থ বড়হাট আস্তানায় অভিযান পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াতের সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা এ জঙ্গি আস্তানা পরিদর্শন করে অভিযানের ছক তৈরি করেছে সোয়াতের কর্মকর্তারা। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার রাতেই অভিযান পরিচালিত হবে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। বড়হাটে সোয়াতের অভিযানের খবরে স্থানীয়রা অনেকে বাড়ি ছেড়ে নিরাপদে চলে যাচ্ছেন। তবে এখানে কয়জন জঙ্গি আছে, তারা জীবিত, না মৃত- তা এখনো জানতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নাসিরপুরে সোয়াতের অভিযানের পর সেখানে ৭-৮টি ছিন্নভিন্ন দেহ পড়ে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার সকাল থেকে মৌলভীবাজার পৌর শহরের বড়হাট এলাকার একটি দোতলা ভবন ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরে একটি একতলা বাড়ি সন্দেহভাজন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। বড়হাট এলাকার ওই বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

   

রাইজিংবিডি/মৌলভীবাজার/৩০ মার্চ ২০১৭/হোসাইন আহমদ/বকুল