সারা বাংলা

বাগেরহাটে জামায়াত-শিবিরকর্মীসহ আটক ৪৭

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পুলিশ অভিযান চালিয়ে চার জামায়াত-শিবিরের কর্মীসহ ৪৭ জনকে আটক করেছে। এ সময় জিহাদি বই, পাঁচটি ককটেল ও একটি হেলমেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পুলিশের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, জেলার কচুয়ায় নাশকতার পরিকল্পনার সময় চার জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলো হেমায়েত শেখ (৫২), মোহাম্মদ আলী (২০), আলতাফ হোসেন (৫০) ও মো. মোজাহেদুল ইসলাম (২০)। এদের বাড়ি কচুয়া উপজেলার ছোটবগা ও মাধবকাঠি গ্রামে। এ সময় জিহাদি বই, পাঁচটি ককটেল ও একটি হেলমেট উদ্ধার করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, জঙ্গি-সন্ত্রাসী, অপরাধীদের ধরতে বাগেরহাটে পুলিশ অভিযান পরিচালনা করছে। বৃহস্পতিবার রাতে অভিযান চলাকালে ৪৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে চারজন জামায়াত-শিবির কর্মী এবং ১৪ জন বিভিন্ন মামলার পলাতক আসামি। জেলার সব এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। রাইজিংবিডি/বাগেরহাট/৩১ মার্চ ২০১৭/আলী আকবর টুটুল/রুহুল