সারা বাংলা

আ.লীগ আর আমরা দেশ চালাব : এরশাদ

মাদারীপুর প্রতিনিধি : আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলেমিশে আগামীতে দেশ চালানোর আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার দুপুরে মাদারীপুরের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমরা দীর্ঘ ২৬ বছর ক্ষমতার বাইরে ছিলাম। এতে নিঃস্ব হলেও ভালোবাসায় নিঃস্ব হয়নি। আমরা অন্য কোনো দলে জড়াতে চাই না। আমরা চাই, আওয়ামী লীগ আর আমরা দুইজনে মিলে দেশ চালাব। তাতে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, থাকবে ভালোবাসা এবং দেশ এগিয়ে চলবে উন্নতির দিকে।’ এ সময় ভারতের সঙ্গে সামরিক চুক্তির বিষয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী এমন কোনো চুক্তি করবেন না, যা দেশের জন্য সম্মানহানিকর।’ তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সর্ম্পকে বলেন, ‘আমরা দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’ পরে এরশাদ পূর্ব কলাগাছিয়ার সুরেন্দ্রনাথ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, সহকারী পুলিশ সুপার সুমন দেব, হাসপাতালের প্রতিষ্ঠাতা নকুল কুমার বিশ্বাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান প্রমুখ। পরে এরশাদ নকুল কুমার সাহিত্য সংগীত একাডেমীর উদ্বোধন করেন। রাইজিংবিডি/মাদারীপুর/৩ এপ্রিল ২০১৭/বেলাল রিজভী/বকুল