সারা বাংলা

চার দিন পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

হবিগঞ্জ প্রতিনিধি : চার দিন বন্ধ থাকার পর আজ সোমবার বিকেল ৪টা থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সিলেট সেকশনের ইটাখোলা এলাকায় পাহাড়ি ঢলে ৫৬ নম্বর সেতুর নিচের মাটি সরে পিলার ধসে পড়ে। এ ঘটনায় ওই দিন সকাল থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই দিন বিকেল পর্যন্ত সেতুটি মেরামত করতে না পারায় সব ট্রেনের শিডিউল বাতিল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। এতে চার দিন ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল হাই বলেন, সেতুটি মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। বিকেল থেকে ট্রেন চলাচল শুরু করেছে। বিকল্প উপায়ে শনিবার দিবাগত রাতে সিলেট থেকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশন পর্যন্ত এবং একই উপজেলার মনতলা থেকে চট্টগ্রাম ও ঢাকা পর্যন্ত পৃথক ট্রেন যাওয়া-আসা করেছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। নোয়াপাড়া থেকে মনতলা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা যাত্রীরা নিজ নিজ দায়িত্বে গিয়ে অপর ট্রেনে উঠতে বাধ্য হন। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, বিকল্প ব্যবস্থায় ট্রেন চালু হওয়ার ফলে লোকাল যাত্রীরা আসা-যাওয়ার সুযোগ পেয়েছে। সেতু মেরামত হওয়ার ফলে সরাসরি সারা দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপপ্রকৌশলী (পথ) কর্মকর্তা রুহুল আক্তার খান জানান, সেতুর কাজ শেষে বিকেলে ট্রেন চালু হয়েছে। রাইজিংবিডি/হবিগঞ্জ/৩ এপ্রিল ২০১৭/মো. মামুন চৌধুরী/বকুল