সারা বাংলা

ফরিদপুরে ঝড়ে বাড়িঘর-ফসলের ব্যাপক ক্ষতি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে পাঁচ শতাধিক কাঁচা ও আধাপাকা বসতঘর, ফসলের খেত ও দোকানঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ গাছপালা ঝড়ে উপড়ে পড়েছে। ঝড়ের কারণে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার রাতে সদর উপজেলা ছাড়াও বোয়ালমারী, মধুখালী, সদরপুর ও চরভদ্রাসনহ আশপাশের উপজেলার ওপর দিয়ে এ কাল বৈশাখী ঝড় বয়ে যায়। সদর উপজেলার চরমাধবদিয়া ইউপি চেয়ারম্যান মো. তুহিনুর রহমান জানান, ঝড়ে ওই ইউনিয়নের আফজাল মণ্ডলের বাজারের মাছ ও কাঁচা বাজারের শেডসহ অন্তত ১৫ দোকানঘর বিধ্বস্ত হয়েছে। আশপাশের গ্রামের শতাধিক কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। কয়েকশত গাছপালা উপড়ে পড়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ জমির ভুট্টা খেত, কলাবাগান, ধান ও পেঁয়াজ বীজের ক্ষতি হয়েছে। এদিকে জেলার সদর উপজেলা ছাড়াও বোয়ালমারী, মধুখালী, সদরপুর ও চরভদ্রানহ আশপাশের উপজেলা ওপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে পাঁচ শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ও দোকানপাটসহ সহস্রাধিক গাছপালা বিধ্বস্ত হয়। এ ছাড়া চরাঞ্চলের ভুট্টা ও কলাবাগানসহ বিভিন্ন এলাকায় ধান ও পেঁয়াজ বীজের ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক কৃষির ক্ষয়ক্ষতির পারমাণ নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

   

রাইজিংবিডি/ফরিদপুর/৪ এপ্রিল ২০১৭/মো. মনিরুল ইসলাম টিটো/এসএন